মেয়ের বেতন না দিতে পারায় পিতা তার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। লেবাননের উত্তরাঅঞ্চলের স্কুলের খেলার মাঠে বাবা তার গায়ে আগুন দেন, তার বাবার নাম জর্জ জুরাইক । গত ১৯ বেব্ররুয়ারী স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে এই তথ্যটি যানা যায়। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইষ্ট মনিটর উক্ত সংবাদ মাধ্যমের বিষয়টি বিশ্ব বাসি জানতে পারে ।
মিডল ইস্ট মনিটরের এক তথ্য প্রতিবেদন থেকে জানা যায় যে উক্ত পিতার স্কুল পড়া মেয়েটির অন্য একটি স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন তার পিতা তবে তার পিতা অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল হয়ার কারনে পূর্বে স্কুলের বকেয়া বেতন দিতে পারেন নাই উক্ত সন্তানের পিতা । পূর্বে স্কুলের বকেয়া বেতন পরিশোধ করতে না পারায় স্কুল কর্তিপক্ষ তার মেয়েকে অন্য স্কুলে ভর্তির জন্য সুপারিশ করতে বিরত থাকেন । ফলে মেয়ের স্কুলের বকেয়া টাকা না দিতে পারায় স্কুলের মাঠে উক্ত পিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন । অগ্নিদগ্ধ পিতাকে দ্রুত সেখন থেকে হাসপাতালে নেয়া হয় । তবে এর মধ্যে শরিরে বেশ খানিকটা অংশ পুরে গেছে এবং শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয় নাই ।
অতপর উক্ত পিতা জর্জ জুরাইকের ভাই আত্মহত্যার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেন । এদিকে লেবাননে ভয়েজকে তিনি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবেযোগ আনায়ন করেন যে প্রধান শিক্ষক আমার ভাইয়ের মিত্যুর জন্য দায়ী ।
তিনি আরো বলেন যে আমার ভাই প্রধান শিক্ষক কে বলেছিলেন যে তার মেয়ের বকেয়া বেতন পরিশোধে একটি অঙ্গিকার পত্রে স্বাক্ষর করবেন । কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ প্রস্তাব মেনে নেয় নাই । এর উত্তরে প্রধান শিক্ষক বলেন যে আমার স্কুলের বকেয়া বেতন পরিশোধ না করে আপনার মেয়েকে অন্য কোন স্কুলে ভর্তির জন্য সুপারিশ করা হবে না ।